অপহরণের ১১ ঘণ্টা পর গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা থেকে ৬ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাজি মার্কেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম খালিদ সাইফুল্লাহ্ (৬)। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার উত্তর পানিসাইল এলাকার রাজু আহমেদের ছেলে। গ্রেফতারকৃত জাহিদুল (২১) রংপুর জেলার পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকার আমির আলীর বাড়ির ভাড়াটিয়া।
স্বজনরা জানান, বুধবার বিকেল ৪টার দিকে শিশুটি বাসা থেকে বের হয়ে বাড়ির পাশের মোমেনা স্কুলের সামনে খেলা করছিল। এরপর থেকে শিশুটি নিখোঁজ হন। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলে ছেলেকে ফেরত পেতে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, শিশুর বাবার কাছ থেকে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খালিদ সাইফুল্লাহকে উদ্ধার করা হয়।