এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন মুস্তাকের ব্যবসায়ীক অংশীদার শিবম। তার অভিযোগ, বিমানের টিকিটসহ একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুস্তাককে। তার অ্যাকাউন্টে অগ্রিম অর্থও জমা দেওয়া হয়েছিল। দিল্লি বিমানবন্দরে পৌঁছার পর একটি গাড়িতে বসতে বলা হয় তাকে। এরপর বিজনোরের কাছে দিল্লির উপকণ্ঠে নিয়ে যাওয়া হয় তাকে।
শিবম এরপর জানান, ভোরে আজানের আওয়াজ শুনে মুস্তাক বুঝতে পারেন, কাছেই একটি মসজিদ আছে এবং কোনোরকমে আটকে রাখা জায়গা থেকে পালিয়ে যান। এরপর তিনি বাড়ি পৌঁছানোর জন্য জনগণ ও পুলিশের সহায়তা চান।
এরইমধ্যে থানায় মামলা দায়ের করেছেন অভিনেতা। বিমান টিকিট, সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় প্রমাণাদি তদন্তের স্বার্থে জমা দিয়েছেন অভিনেতা। ভারতীয় পুলিশ শিগগিরই অপরাধীদের আটক করবে বলে আশাবাদী মুস্তাক।