নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সয়দেব নামের এক মাছ ব্যবসায়ীকে অপহরণ করে মারধরের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে অপহরণকারীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
সন্ধ্যায় সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা দিয়ে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী সয়দেব। এসময় কয়েকজন তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলেন। পরে রূপগঞ্জের তারাবো বিশ্বরোড় এলাকায় একটি নির্জন এলাকায় নিয়ে তার চোখের বাঁধন খুলে দেওয়া হয়। একপর্যায়ে মারধর করে তার কাছে থাকা পাঁচ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন।
পরে অপহরণকারীরা তার বাড়িতে ফোন করে হত্যার হুমকি দিয়ে বিকাশে ২০ হাজার ৪০০ টাকা মুক্তিপণ নেন। মুক্তিপণ পাওয়ার পর মারধর করে তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, অপহরণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।