শুক্রবার শপথ নিয়েছেন আরও চার উপদেষ্টা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। সেই সঙ্গে সপ্তাহের মাথায় পুনর্বন্টন করা হলো উপদেষ্টাদের দপ্তর।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের দপ্তর পরিবর্তন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও সংস্কৃত মন্ত্রণালয়ের, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
নতুন উপদেষ্টারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি।
পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।