আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচনে ইভিএমে কারচুপির ব্যাপারে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, অনেক এমপি মহোদয় আমাদের ইভিএমে জন্য ফোন দেন। কিন্তু আমাদের ইভিএম সংকটের জন্য এবং নষ্ট হওয়ার জন্য দিতে পারিনি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. আলমগীর বলেন, ইভিএমে ভোট দেওয়া ব্যালটের চেয়ে অনেক সহজ ও সময় কম লাগে। আপনারা ভোট কক্ষে যাবেন সাদা বাটনে চাপ দিয়ে সবুজ বাটনে চাপ দিবেন। এতে আপনার ৩টা ভোট দিতে ৩ সেকেন্ড করে ৯ সেকেন্ড লাগবে। ব্যালটে তো এতো অল্প সময় পারা যাবে না। ওইটা দিতে হলে আপনি যাবেন আপনার আঙুলে কালি লাগিয়ে দিবে তারপর গিয়ে কাগজে ছিল দিবেন ভাজ করবেন পরে ফেলবেন।
তিনি বলেন, ইভিএম এ ভোট দেওয়ার ব্যাপারে গ্রামের মহিলারা বলে ইভিএমে ভোট দেওয়া অনেক সহজ। এর চেয়ে ব্যালটে ভোট দেওয়া কঠিন। তাই এখন আপনারা যেই আশংকা করেছেন। এই আশংকা করার কোনো প্রয়োজন নেই। তবে দুয়েকটা মেশিন ডিস্টার্ব থাকতে পারে। কিন্তু তার জন্য ওখানে রিপ্লেসমেন্ট থাকবে। এ বিষয় এক্সপার্ট লোক থাকবে সেখানে এটার সমাধান করার জন্য।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।