সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে সোমবার। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩০ ফুটবলার নিয়ে অনুশীলন করাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ (মঙ্গলবার) ছিল অনুশীলনের দ্বিতীয় দিন।
দেশজুরে চলছে দাবাদাহ। প্রচণ্ড গরমে মানুষ দিশেহারা। রোদ আর গরমের মধ্যেই ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। মঙ্গলবার দ্বিতীয় দিনের অনুশীলন করে ফুটবলাররা ঘুরেফিরে গরমের প্রসঙ্গটাই বেশি এনেছেন।
ঘরোয়া ফুটবল এখনো শেষ হয়নি। শনিবার লিগের খেলা হওয়ার পর স্থগিত হয়ে গেছে এক মাস চার দিনের জন্য। দেশে গরম বেশ কয়েক সপ্তাহ ধরে। খেলোয়াড়রা এই গরমের মধ্যেই লিগের খেলাগুলো খেলে এসেছেন।
মঙ্গলবার অনুশীলন শেষে গোলরক্ষক আনিসুর রহমান জিকো যেমন বললেন, ‘আমরা লিগ খেলে আসছি। কয়েকদিন আগে স্থগিত হয়েছে। সবাই খেলার মধ্যেই ছিল। তবে সবাই একটু ক্লান্ত। কারণ, অনেক গরমের মধ্যেই খেলতে হয়েছে। এরমধ্যে কিছু খেলোয়াড় ইনজুরিতেও আছেন। তাদেরকে পুনর্বাসন করতে হবে। জাতীয় দলের ট্রেনিংয়ে একটু পরিশ্রম বেশি থাকে। সেক্ষেত্রে গরমটা আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরও খেলোয়াড়রা নিজেদের শতভাগ দেওয়া চেষ্টা করছেন।’
মার্চে সিশেলসের বিপক্ষে ম্যাচ খেলে লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়া এলিটা কিংসলেও গরমের প্রসঙ্গকে সামনে এনেছেন। আবাহনীর এই ফরোয়ার্ড অনুশীলনের ফাঁকে বলেছেন, ‘আমি মনে করি ট্রেনিং ভালো হচ্ছে। প্রত্যেক বছরেই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ থাকে। সেগুলো মোকাবিলা করেই আমাদের খেলতে হয়। এ বছর গরমে মধ্যে খেলতে হচ্ছে। লিগে এমনও কিছু ম্যাচ ছিল যেখানে প্রথমার্ধে খেলোয়াড়রা খেলতেই পারেনি। প্রথমার্ধে দৌড়ানোর বদলে হেঁটে হেঁটে খেলেছেন। এখনও সেই একই পরিস্থিতি।’
সোহেল রানাও গরমের ক্লান্তির কথা উল্লেখ করে বলেছেন, ‘সবাই লিগের মধ্যে ছিল। এখন গরমে সবাই একটু টায়ার্ড ফির করতেছে। কিন্তু সাফের জন্য সকলেই নিজের সেরাটা দেয়া চেষ্টা করতেছে।’
আগামী ১০ জুন ২৩ ফুটবলার নিয়ে কম্বোডিয়া যাওয়ার কথা রয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার। সেখানে দুই-তিন দিন অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তারপর সেখান থেকে চলে যাবে ভারতের বেঙ্গালুরুতে। ২১ জুন ভারতের ওই শহরে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ।