ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও পাঠানকোটে বিমান হামলার সতর্কতার পর পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচটি বাতিল করা হয়। এর পরের দিন অর্থাৎ শুক্রবার (৯ মে) টুর্নামেন্টটি স্থগিতের খবর এলো। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানান, দেশ যখন যুদ্ধে, এমন অবস্থায় ক্রিকেট খেলা ভালো দেখাচ্ছে না।
২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
বৃহস্পতিবার জম্মুতে বিমান হামলার সতর্কতা এবং বিস্ফোরণের মতো শব্দের খবরের মধ্যে পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, পাঞ্জাবের মোহালি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডিগড়সহ বেশ কয়েকটি জেলায় ব্ল্যাকআউট জারি করা হয়েছিল।
তবে দিনের শুরুতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করার কথা বলা হয়েছিল।
আপডেট
তবে শুরুতে টুর্নামেন্টটি কতো দিনের জন্য স্থগিত করা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাৎক্ষণিক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারাও এ নিয়ে নিশ্চিত করতে বলতে পারেন নাই।
অবশেষে বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে আইপিএলের ব্যাপারটি স্পষ্ট করেছে।
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে আইপিএল ২০২৫ অবিলম্বে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে টুর্নামেন্টটি এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে। যথা সময়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর পরিবর্তিত সূচি জানিয়ে দেওয়া হবে।