উচ্চ আদালতের নির্দেশের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুরোধে ১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার (১৩ অক্টোবর) নিবন্ধনহীন এসব অনলাইন নিউজপোর্টাল বন্ধ করতে বিটিআরসি কাজ শুরু করেছে বলে সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুরোধে বিটিআরসি নিবন্ধনহীন নিউজ পোর্টালগুলো বন্ধের কাজ শুরু করেছে। গত ২৮ সেপ্টেম্বর অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু করা হলে নিবন্ধিত প্রথম সারির কিছু পোর্টালও সাময়িক বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টা খানিক পরে সেগুলো চালু হয়েছে। গতবছর তথ্য মন্ত্রণালয় থেকে অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন শুরু করা হয়। কিন্তু অনেক অনিবন্ধিত পোর্টাল থেকে নানা রকম মিথ্যা, উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছিলো। এরই পরিপ্রেক্ষিতে সেগুলো বন্ধ করার উদ্যোগ নেয়া হয়।