বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি গণমাধ্যমকে বলেছেন, “শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।”
এখন শান্ত অধিনায়ক আছেন ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক কে হবে তা আপাতত খেলা না থাকার কারণে ঘোষণা করা হয়নি। তবে এক্ষেত্রে অনেকের নাম ই সামনে চলে এসেছে। তাদের মধ্যে সবার থেকে এগিয়ে আছেন লিটন কুমার দাস।
লিটন দাসের অধীনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এরপরই লিটন জানিয়েছেন, বড় সময়ের জন্য অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি। অধিনায়কত্বের জন্য ভাবনায় আছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।