অজ্ঞাত স্থান থেকে ইসরায়েলে ড্রোন হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ ড্রোনটির উৎপত্তি বা সেটি কোথা থেকে এলো সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করেনি।
ওই ড্রোনটি মিসরের কাছাকাছি অবস্থিত ইসরায়েলি শহর ইলাতে প্রবেশ করে। এরপর লোহিত সাগরের তীরে অবস্থিত শহরটিতে সাইরেন বেজে ওঠে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানো ওই ড্রোনটি ইয়েমেন থেকে আসতে পারে। এটি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথিদের আবাসস্থল।
হুথি যোদ্ধাদের কাছে বিভিন্ন অত্যাধুনিক ড্রোন রয়েছে বলে জানা যায়। এর আগে তারা গাজায় বোমা হামলার জন্য ইসরায়েলকে হুমকি দিয়েছিল।
এ বিষয়টি ইসরায়েলের জন্য ভীষণ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এছাড়া ইতোমধ্যেই ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে উত্তর ফ্রন্টে সংঘাতে লিপ্ত হয়েছে ইসরায়েলি সেনারা।