ভাসানচর থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ৩ নভেম্বর বুধবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয়রা আটক করে তাদেরকে চরজব্বর থানায় সোপর্দ করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বুধবার ভোরে তিন নারী ও তিন শিশুসহ ছয় জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালাল ও নৌকার মাঝির সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দালাল ও নৌকার মাঝিরা বুধবার দুপুরে তাদেরকে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।