বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজী সিনেমা ‘গোর’ অস্কারের ৯৪তম আসরে সাধারণ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথমবার বাংলাদেশের কোন সিনেমা এই বিভাগে প্রতিযোগিতা করবে বলে জানান এর নির্মাতা গাজী রাকায়েত।
‘গোর’ সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমি হামিদ, সুষমা সরকার, দিলারা জামান, এস এম মহসিন, শামীম তুষ্টি ও কাজী আনিসুল হক বরুণ।
অস্কারের বেষ্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশ থেকে একসঙ্গে দুটি সিনেমা অস্কারে যাবার ঘটনাও এবারই প্রথম।