সময়ের দাবী
No Result
View All Result
Friday, May 27, 2022
  • Login
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
১৩ জ্যৈষ্ঠ, ১৪২৯
সময়ের দাবী
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
No Result
View All Result
সময়ের দাবী
No Result
View All Result
Home খেলার সংবাদ

আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ লড়াই

May 23, 2021
in খেলার সংবাদ
Reading Time: 1min read
A A
0
আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ লড়াই
Share on FacebookShare on Twitter

আজ ২৩ মে, দুপুর ১টায় শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লড়াই শুরু হচ্ছে। করোনাভাইরাসের কারণে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকরা বসে খেলা দেখতে পারবেন না। এজন্য টিভি পর্দায় চোখ রাখতে হবে তাদের। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে গাজি টিভি ও টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে।

নামে বাঘ-সিংহের লড়াই। এতে সবদিক বিবেচনায় পরিষ্কার ফেভারিট স্বাগতিক বাংলাদেশ। তবে পরিসংখ্যান সুখকর তথ্য দিচ্ছে না। তিন ফরম্যাট মিলিয়ে নিজেদের খেলা সবশেষ ১০ ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা। শ্রীলঙ্কার থেকে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকলেও স্বস্তি নেই অধিনায়ক তামিম ইকবালের দলের। স্বস্তি থাকার কথাও নয় অবশ্য। শুরুতে দলীয় হতাশার কথা দিয়ে শুরু করা যাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ফরম্যাট বদলায়, পোশাক বদলায়, বদলায় প্রতিপক্ষ, তবুও বিজয় উল্লাস করা হয় না লাল-সবুজের প্রতিনিধিদের। দেশ পেরিয়ে বিদেশ, কোথাও নেই কাঙ্ক্ষিত জয়ের দেখা।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অংশ। ৩০ পয়েন্টের লড়াই। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে পূর্ণ ৩০ পয়েন্টই পেতে চাইবে বাংলাদেশ দল। এই সিরিজ নিজেদের যোগ্যতা প্রমাণের মঞ্চ সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, তাসকিন আহমেদদের। তাসকিনের নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার সফরে দ্রুতি ছাড়ানোর পর এবার ধারাবাহিকতা দেখানোর পালা। বাকিদের যোগ্যতা প্রমাণের মঞ্চ।

সৌম্য, লিটন, মিঠুনদের নিয়ে সমালোচনা ঢের। প্রতিভার জোরে টিকে থাকলেও সামর্থ্যের প্রমাণ দিতে পারছেন না। এই সিরিজেও ব্যর্থ হলে তাদের যারা সুযোগ দিচ্ছেন তাদের মুখ লুকানোর জায়গা থাকবে না! অধিনায়ক তামিম ইকবালকেও দিতে হবে বড় পরীক্ষা। ২০২৩ বিশ্বকাপ ভাবনায় তাকে নেতৃত্বভার দিয়েছে বিসিবি। তবে নিউজিল্যান্ডে গিয়ে ভরাডুবি তামিমের। এই শ্রীলঙ্কার বিপক্ষেও ৩-০ ব্যবধানে হেরে এসেছে তার দল। হেড কোচ রাসেল ডমিঙ্গোর চাকরির ফয়সালা হতে পারে এই সিরিজ। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনও শোনা গেছে, যেকোনো মুহূর্তেই দায়িত্ব ছাড়তে হতে পারে তাকে। তবে করোনাভাইরাসের কারণে চাইলেই নতুন কোচ নিয়োগ দেওয়া সম্ভব নয়, সেদিক দিয়ে। পারফরম্যান্স দেখাতে না পারলে বিদায় ঘণ্টা বাজবে তার।

সবকিছুই আবার সুন্দর হতে পারে, হাওয়ায় মেলাতে পারে অভিযোগ। এজন্য মাঠের লড়াইয়ে বিজয় নিশান উড়াতে হবে বাংলাদেশ দলকে। এই যুদ্ধে খানিক স্বস্তি আছে টাইগারদের। দলের পরীক্ষিত সেনানী সাকিব আল হাসান দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন। তার দলে থাকায় অধিনায়কের কাঁধের চাপ অর্ধেকই কমে যাওয়ার কথা। প্রথম ম্যাচে ৩ পেসার খেলানোর ভাবনা বাংলাদেশ দলের। লঙ্কানলদের সঙ্গে নিজেদের তুলনায় হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ‘আমরা দেশে অনেক ভালো খেলি। তবে শ্রীলঙ্কাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। অনেক ভালো কিছু খেলোয়াড় নিয়ে এসেছে ওরা। তারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে।’

প্রতিপক্ষকে মূল্যায়ন করতে গিয়ে ডমিঙ্গো বলেন, ‘শ্রীলঙ্কার দুই-একজন বড় খেলোয়াড় এবার নেই। চান্দিমাল নেই, ম্যাথিউস নেই। তবে তাদের হাই কোয়ালিটি খেলোয়াড় আছে, কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। তরুণ দলটি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে যা আমাদের চাপের কারণ হতে পারে। আমার ছেলেরা ভালো প্রস্তুতি নিয়েছে। টপ অর্ডার ভালো করছে। দুই ব্যাটিং অর্ডারের লড়াই দেখতে আমিও উদগ্রীব হয়ে আছি।’

এদিকে ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর এই ট্রফি আর হাতে তোলা হয়নি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের। ২০১১ বিশ্বকাপের ফাইনালে উঠলেও ব্যর্থ হয় লঙ্কানরা। এবার হেড কোচ মিকি আর্থারের অধীনে ২০২৩ বিশ্বকাপে চোখ শ্রীলঙ্কার। যার প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের মধ্যে দিয়ে। দলের গভীরতা আর তরুণদের সক্ষমতা পরখ করতে এবার অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশে সফরে এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে এসেছে তারা। এমনকি দলের নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেকেও দেশে রেখে এসেছে সফরকারীরা। এই দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকে।

গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ২০ সদস্যের দলের ৯ জনই অনুপস্থিত। ১৮ সদস্যের এই দলে ৩০ বছরের বেশি মাত্র ৩ জন ক্রিকেটার। তার মধ্যে সর্বোচ্চ ইসুরু উদানার বয়স সর্বোচ্চ ৩৩ বছর। লঙ্কানরা বাংলাদেশে পা রেখেই জানিয়েছে তাদের হারানোর কিছু নেই। তবে মাঠের লড়াইয়ে ছেড়ে কথা বলবে না সফরকারীরা। প্রথম ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক পেরেরা বলেন, ‘আমরা জানি যে বাংলাদেশের মূল শক্তির জায়গা স্পিন। সুতরাং আমরা আশা করছি স্পিনারদের সাহায্য করে এমন উইকেটই হতে পারে। আমি মনে করি আমাদের ফিল্ডিং সামর্থ্য বেশ ভালো যা সিরিজে বড় প্রভাব রাখতে পারে।’

দলের পরিকল্পনার কথাও জানান তিনি, ‘আমাদের ডেথ বোলিং নিয়ে পরিকল্পনা আছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে এই ভূমিকাটা কেবল অভিজ্ঞরাই ভালোভাবে সামলাতে পারে। আমরা শুরু থেকেই নিখুঁত কিছু আশা করতে পারি না। আমাদের বোলাররা নতুন এই ভূমিকায়, সুতরাং আমাদের ধৈর্য্য ধরার প্রয়োজন। মাঝে মাঝে আমদের আঘাত পাওয়ার প্রয়োজন হয় এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে।’ লঙ্কান স্কোয়াডের ৫ পেসারের মধ্যে এখনো ৩ জনের অভিষেক হয়নি। পেস আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ দুশমন্থ চামিরা খেলেছেন মাত্র ২৫ ম্যাচ। যাতে উইকেট নিয়েছেন ২১টি। আসিথা ফার্নান্দো খেলেছেন মাত্র ২টি। চামিকা করুণারত্নে, বিনুরা ফারনান্দো ও শিরান ফারনান্দোর এখনো অভিষেক হয়নি।

অভিজ্ঞদের মধ্যে পেস অলরাউন্ডার হিসেবে আছেন ইসুরু উদানা। পেসারদের তুলনায় স্পিন বিভাগ খানিক শক্তিশালী। পরীক্ষায় ফেলতে পারেন বাঁহাতি রিস্ট স্পিনার লাকশান সান্দাকাম, রামেশ মেন্ডিস ও আকিলা ধনাঞ্জয়ারা। যদিও রামেশের এখনো অভিষেক হয়নি। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও বাংলাদেশ দলের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন।

প্রথম ওয়ানডের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, কুশাল পেরেরা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সন্দাকান, দুশমন্ত চামিরা ও বিনুরা ফার্নান্দো।

Source: সদা/আসাকা/ঢাপো
Share61Tweet38Share15
Previous Post

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

Next Post

জব্দ মোবাইল যাচ্ছে ফরেনসিকে, ফুটেজ চেয়েছে ডিবি

Related Posts

বল ছুঁড়ে শাস্তি পেলেন তাইজুল
খেলার সংবাদ

বল ছুঁড়ে শাস্তি পেলেন তাইজুল

May 26, 2022
নেইমারকে বিক্রি করে দেবে পিএসজি!
খেলার সংবাদ

নেইমারকে বিক্রি করে দেবে পিএসজি!

May 26, 2022
বাংলাদেশকে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা
খেলার সংবাদ

বাংলাদেশকে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

May 25, 2022
বাংলাদেশ প্রতিশোধ নিল ওমানকে হারিয়ে
খেলার সংবাদ

বাংলাদেশ প্রতিশোধ নিল ওমানকে হারিয়ে

May 25, 2022
আইসিসি সভাপতির পছন্দ হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা
খেলার সংবাদ

আইসিসি সভাপতির পছন্দ হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা

May 24, 2022
মাঠে থাকলে হার্ট অ্যাটাক করতাম : পাপন
খেলার সংবাদ

মাঠে থাকলে হার্ট অ্যাটাক করতাম : পাপন

May 24, 2022
Next Post
সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি আজ

জব্দ মোবাইল যাচ্ছে ফরেনসিকে, ফুটেজ চেয়েছে ডিবি

Recent News

১৬০ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া

১৬০ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া

May 26, 2022

Categories

  • Uncategorized
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • বিনোদন
  • রাজনীতি
  • শিক্ষা
  • সময়ের দাবী
  • সম্পাদকীয়

Site Navigation

  • Home
  • Advertisement
  • Privacy & Policy
সময়ের দাবী

সম্পাদকঃ রেজাউল করিম হাশমী
সহ সম্পাদকঃ আবু সাঈদ কাউসার

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • বিনোদন
  • শিক্ষা
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • সময়ের দাবী’র সম্পাদক ও ইয়ুথ ফোরাম বাংলাদেশ এর চীফ এডভাইজার রেজাউল করিম হাশমী এর মা আমেরিকার হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন
    এবার বাংলাদেশ থেকে হজ্জ্ব করতে পারবে ৫৭ হাজার ৫৮৫ জন
    যুক্তরাজ্য আরও সামরিক সহায়তা দেবে ইউক্রেনকে
    দেশে ধনীদের সংখ্যা বেড়েই চলছে
  • সময়ের দাবী’র সম্পাদক ও ইয়ুথ ফোরাম বাংলাদেশ এর চীফ এডভাইজার রেজাউল করিম হাশমী এর মা আমেরিকার হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন
    এবার বাংলাদেশ থেকে হজ্জ্ব করতে পারবে ৫৭ হাজার ৫৮৫ জন
    যুক্তরাজ্য আরও সামরিক সহায়তা দেবে ইউক্রেনকে
    দেশে ধনীদের সংখ্যা বেড়েই চলছে